গত ২৪ ঘণ্টায় নতুন করে লক্ষ্মীপুরে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে  জেলায় সর্বমোট ৭৬ জন করোনা রোগী শনাক্ত হলো।

এর মধ্যে রায়পুরে করোনা আক্রান্ত ১৩ বছরের শিশুর সংসম্পর্শে থাকা নতুন ১২ জন আক্রান্তসহ রামগতিতে আলেকজান্ডারে এক স্বাস্থ্যকর্মী  রয়েছেন। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা, আবদুল গফ্ফার এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় ২১ জন সুস্থ হন। এদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ১০ জন, কমলনগরে শিশুসহ চার জন, রামগতিতে একজন এবং সর্বশেষ সদর উপজেলার পারবর্তী নগর এলাকার একই পরিবারের ছয়জন সুস্থ হন।

অন্যদিকে, আইসোলেশনে রয়েছেন বর্তমানে ৬ জন এবং কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১৪৫ জন।