চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি কাভার্ডভ্যানের সহকারী চালক (২২)। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার তানভীর হোসেন জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশ পাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, নিহতের বাড়ি ফেনীতে বলে জানা গেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।