লক্ষ্মীপুরের রামগতিতে এক স্বাস্থ্যকর্মীর (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে বিআইটিআইডি থেকে পাঠানো ফলে তার করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত সাস্থ্যকর্মী উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা। ‍৩০ বছর বয়সী ওই কর্মী সিএইচসিপি করোনা প্রতিরোধে গঠিত স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সঙ্গে কাজ করছিলেন।
ডা. কামনাশিস মজুমদার বলেন, কোনো উপসর্গ না থাকলেও আক্রান্ত স্বাস্থ্যকর্মী নিজেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিআইটিআইডির পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তিনি জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে হোমকোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান, নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় রামগতিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। এদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।