- সারাদেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় সেই আওয়ামী লীগ নেতার ডিলারশিপ বাতিল
ব্রাহ্মণবাড়িয়ায় সেই আওয়ামী লীগ নেতার ডিলারশিপ বাতিল

স্ত্রী-কন্যাসহ স্বজনদের নাম হতদরিদ্রদের ওএমএসের তালিকাভুক্ত করার দায়ে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ আলমের ডিলারশিপ বাতিল করেছে সংশ্লিষ্ট কমিটি। গত বুধবার বিকেলে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ওএমএস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় । একই সঙ্গে ৮৪ জন স্বচ্ছল ব্যক্তি ও দ্বৈতনাম, একই ঘরের দুজনের নাম, ঠিকানা খোঁজে না পাওয়া এমন সাতজনসহ মোট ৯১ জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন নাম তালিকাভূক্তির বিষয়ে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে । জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা ওএমএস কমিটির সদস্য সচিব সুবির নাথ চৌধুরী ডিলারশীপ ও স্বচ্ছলদের নাম বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, কারণে দর্শানোর নোটিশে সন্তোষজনক জবাব না থাকায় গত বুধবার ওএমএস কমিটির সভায় মো. শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়। তিনি আরও জানান, ওই সভায় স্বচ্ছলসহ ৯১ জনের নাম বাতিলের সিদ্ধান্ত হয় এবং তাদের স্থলে নতুন নাম তালিকাভুক্ত করার জন্য পৌর কর্তৃপক্ষকে বলা হযেুছে ।
উল্লেখ্য,ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ আলম স্ত্রী , কন্যা ,দুই ভাইসহ ১২ জন স্বজনের নাম ওএমএস এর তালিকাভুক্ত করায় শহরময় ব্যাপক আলোচনার ঝড় ওঠে ।
মন্তব্য করুন