- সারাদেশ
- শিবচরে দৃষ্টি প্রতিবন্ধীর বসতভিটা দখলের চেষ্টা, ভাংচুর
শিবচরে দৃষ্টি প্রতিবন্ধীর বসতভিটা দখলের চেষ্টা, ভাংচুর

দৃষ্টি প্রতিবন্ধীর বসতভিটা দখলের চেষ্টায় হামলা
মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দৃষ্টি প্রতিবন্ধী তারা মিয়া শেখের বসতভিটা দখলের পাঁয়তারা করছে প্রতিপক্ষ। এ নিয়ে দরিদ্র পরিবারটির উপর মাঝেমধ্যে চলছে হামলা। দুইদিন আগে হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার রান্নাঘর, কেটে ফেলা হয়েছে উঠোনের গাছ। প্রতিপক্ষের মারধরে আহত হয়েছেন প্রতিবন্ধী তারা শেখসহ তার স্ত্রী ও মেয়ে। এ ঘটনায় বুধবার থানায় মামলা হয়েছে।
উপজেলার সন্ন্যাসিরচর ইউনিয়নের মধু মৃধা কান্দি গ্রামের হতদরিদ্র খবির শেখের ছেলে জন্মগত দৃষ্টি প্রতিবন্ধি তারা মিয়া শেখ (৪৫) পৈত্রিক সূত্রে পাওয়া ৯৫ শতাংশ জমির উপর বসতভিটা তুলে বসবাস করে আসছেন। এরমধ্যে প্রতিবেশি মোশারফ শেখ তার ১২ শতাংশ জমি নিজের নামে রেকর্ড করে নেয়। এরপর থেকেই ওই জমি নিয়ে দৃষ্টি প্রতিবন্ধির পরিবারটির ওপর হামলার ঘটনা ঘটিয়ে আসছেন মোশারফ শেখ ও তার লোকজন।
পরিবারটি জানায়, দুই দিন আগে মোশারফ শেখ ও তার লোকজন তারা মিয়ার বসতভিটায় থাকা ৮টি ফলজ বৃক্ষ কেটে ফেলে, ভেঙে ফেলে তার রান্নাঘর। প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ মোশারফ শেখ তারা মিয়াসহ তার পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন, তারা মিয়া শেখ, স্ত্রী রিনা বেগম, মেয়ে নবম শ্রেনী পড়ুয়া ছাত্রী তাহমিনা। এর মধ্যে রিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় শিবচর থানায় ৫ জনকে আসামি করে তারা মিয়া লিখিত অভিযোগ দিয়েছেন।
তারা মিয়া জানান, আমি জন্মগত দৃষ্টি প্রতিবন্ধি। আমার ছোট দুটি ছেলেও দৃষ্টি প্রতিবন্ধি। জমি নিয়ে আমি ও আমার স্ত্রী দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষের হাতে মারধর ও হামলার শিকার হচ্ছি। বর্তমানে আমার সন্তানরাও তাদের হামলার শিকার হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে একজন প্রতিবন্ধির পরিবারকে রক্ষা করুন।
এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলেও মোশারফ শেখকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ সংক্রান্ত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন