কক্সবাজারের টেকনাফে ইয়াবা বিক্রির সময় সাতজন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার রাতে টেকনাফের হ্নীলা কেরুনতলী গ্রামের প্রধান সড়কে সায়েরং ব্রিজ এলাকায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আলম (২৮), একই ক্যাম্পের আবু তাহের (২৪), টেকনাফের জাদিমুড়া শালবন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের জাফর আলম (২৮), একই ক্যাম্পের বশির আহমেদ (২০), মোহাম্মদ জোবায়ের (২৫), নুর কবির (২৫) ও আবুল হাসিম (২৯)।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হ্নীলা কেরুনতলী গ্রামের প্রধান সড়কে একটি ব্রিজের পাশে ইয়াবার চালান কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।