- সারাদেশ
- মিরসরাইয়ে ৬০ বস্তা সরকারি চালসহ ২ জন আটক
মিরসরাইয়ে ৬০ বস্তা সরকারি চালসহ ২ জন আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৬০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি পরিত্যক্ত গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে হাফিজুর রহমানের ছেলে নুরুজ্জামান নুরু ও জাকির হোসেনের ছেলে আলাউদ্দিনকে। এ ঘটনায় র্যাব ৭ (ফেনী) দুইজনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
র্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সরকারি চাল মজুদ রাখার সাথে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনেকে আটক করা হয়। এরপর নুরুজ্জামানের বাড়ির সামনে অবস্থিত একটি গোডাউন থেকে ৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের পরিমান ১ হাজার ৫৮৩ কেজি।
তিনি আরও জানান, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করেছেন আটক নুরুজ্জামান। র্যাব কর্মকর্তা বলেন, চালগুলো তারা কার কাছ থেকে নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাল ছাড়াও নুরুজ্জামান বিভিন্ন পণ্য লুটের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ অভিযোগ করে বলেন, আটক নুরুজ্জামান ট্রাক চালকদের সাথে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনিসহ বিভিন্ন পণ্য লুট করে। এছাড়া চোরাই তেল ব্যবসার সাথেও জড়িত। তিনি জানান, পুলিশের সোর্স হিসেবে পরিচিত চোরাকারবারি নুরু মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে। মামলার ভয়ে মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। নুরু আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান চেয়ারম্যান ফিরোজ।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, র্যাব ৭ ফেনীর পক্ষ থেকে আটককৃত দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন