- সারাদেশ
- পাগলা নিল দুই ভাইয়ের প্রাণ
পাগলা নিল দুই ভাইয়ের প্রাণ

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলার শ্যামপুর উমরপুর এলাকায় ওই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা একে অপরের মামাত ফুফাত ভাই। তারা হলো- উমরপুর খোঁচপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে শাহদাৎ হোসেন নয়ন (১০ ) এবং একই এলাকার মেশের আলীর ছেলে জিহাদ (১২)।
স্থানীয় একরামুল হক জানান, বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে গ্রামের কয়েকজন ছেলে এক সাথে পাগলা নদীর উমরপুর ঘাট এলাকায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ওই দুইজন পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়।
শিবগঞ্জ উপঝেলা স্বাস্ত্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ তাদের পরিবার নিয়ে গেছে।
মন্তব্য করুন