সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪২) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। 

তিনি উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে মহিষলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে খালকুলা ওহী জেনারেল হাসপাতলে নিয়ে যান। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল।