- সারাদেশ
- নোয়াখালীতে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে নার্স ও স্বাস্থ্যকর্মীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে নার্স, স্বাস্থ্যকর্মীসহ আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোয়াখালীতে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স ও একজন ওয়ার্ড বয়, দুই জন কমিউনিটি হেলথ্ প্রোভাইডর, একজন রেডিওলজিস্ট, পৌরসভার কর্মচারী, বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি রযেছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বেগমগঞ্জের পৌর হাজীপুর বাসিন্দা ৩৮ বছর বয়সী একজন, ৩৫ ও ৩২ বছর বয়সী তিনজন এবং মদনমোহন উচ্চ বিদ্যালয় আবাসিক কোয়াটারে বসবাসকারী সোনাইমুড়ী পৌরসভার ৫৫ বছর বয়সী এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ফলাফল পজেটিভ আসে বলে তিনি জানান। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবুর রহমান বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালের ৩৫ বছর বয়সী এক সেবিকা, ৪২ বছর বয়সী এক ওয়ার্ড বয় এবং ৩০ ও ৩২ বছর বয়সী দুই জন কমিউনিটি হেলথ্ প্রোভাইডরের করোনা শনাক্ত হয়েছে। তাদের শারীরিক উপসর্গ না থাকায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রিয়াজ উদ্দিন জানান, হাসপাতালের এক্সরে বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট (৪৮) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জেলা শহরে তার বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
মন্তব্য করুন