কুড়িগ্রামের উলিপুরে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তি উপজেলার বাজরা ইউনিয়নের পুর্ব বজরা গ্রামের বাসিন্দা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, নীলফামারী ইপিজেডে কর্মরত আমিনুল ইসলাম বয়স গত ১০ মে সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে এলাকায় আসেন। পার্শ্ববর্তী চিলমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই উপজেলার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে রংপুর হাসপাতালে পাঠালে বুধবার তার শরীরে কভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। 

তিনি জানান, বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তির বাড়িসহ প্রতিবেশির কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।