টাঙ্গাইলের সখীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (৪৫) ও সঙ্গে থাকা হেলাল উদ্দিন(৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে সাব্বির হোসেন (২৫) নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে মির্জাপুর থেকে কর্মস্থল সখীপুর আসার পথে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। তিনি এয়ারটেল কোম্পানি লিমিটেডের উপজেলা বিক্রয় প্রতিনিধি ছিলেন। 

সাব্বির মির্জাপুর উপজেলার দরানিপাড়া গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের চাচা আবদুর রশিদ বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

সখীপুর থানার উপপরিদর্শক বদিউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে নেত্রকোনার পূর্বধলার হোগলা-পূর্বধলা সড়কের আগিয়া নামক স্থানে দুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম ও তার সঙ্গী হেলাল উদ্দিন নিহত হয়েছেন।

নিহত আমিনুল উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্টি গ্রামের মৃত আবদুর রাজ্জাক তালুকদারের ছেলে এবং হেলাল উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের সোনাহর মিয়ার ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, রাস্তায় বিছানো ধানের খড়ের উপর মোটরসাইকেলটি স্লিপ কাটলে ঘটনাস্থলেই আমিনুল ইসলাম মারা যান। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান হেলাল উদ্দিন।