পঞ্চগড়ে ঢাকার মিরপুর ফেরত আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলা সদরসদরের শিকারপুর গ্রামে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত ১৫ জন। বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার করোনা শনাক্ত ব্যাক্তি একজন একজন গার্মেন্টস কর্মী। তিনি গত ৬ মে ঢাকা মিরপুর থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। ১১ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সদর উপজেলার নির্বাহী অফিসার গোলাম রব্বনী বলেন, ঢাকা থেকে ফেরার পর ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছিল। তার করোনা শনাক্তের পর বাড়ির আশপাশের কয়েকটি বাড়িও লকডাউন করে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় মোট ১৫ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে তেঁতুলিয়া উপজেলার ৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।