- সারাদেশ
- লক্ষ্মীপুরে নতুন ৩ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে নতুন ৩ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮০ জন করোনা রোগী শনাক্ত হলো।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জন ডা, আবদুল গফ্ফার এ তথ্য জানান।
তিনি জানান, এ পর্যন্ত রায়পুরে ১৮ জন, সদর উপজেলায় ২৫ জন, রামগঞ্জে ১৯, কমলনগরে ৮ জন, রামগতিতে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। আর হোম আইসোলটেডে চিকিৎসাধীন ৩১ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। আর শুরুর দিকে করোনায় পজেটিভ হয়ে মারা গেছেন একজন।
মন্তব্য করুন