সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে তেলবাহী লরি বিস্ফোরণে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুচাইয়ের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) ও তেলবাহী লরির চালক মনির উদ্দিন (৫০)। আহত লরি চালকের সহকারী কাওসার আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালের মর্গে নিহতদের লাশও রাখা হয়েছে।

তেলবাহী লরিতে বিস্ফোরণের খবর পেয়ে আলমপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিস্ফোরণে আহত কাওসারের বরাতে পুলিশ জানিয়েছে, পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী লরি ওয়েল্ডিংয়ের জন্য মা ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়া হয়েছিল। এ সময় চালক ও মালিক মেরামতের জন্য ইঞ্জিনের ভেতরে ঢুকেন এবং কাওসার লরির উপরে অবস্থান নেন।

একপর্যায়ে বিকট শব্দে লরির ইঞ্জিন বিস্ফোরিত হলে একজন ছিটকে বাইরে পড়েন এবং আরেকজন ভেতরেই আটকা পড়েন বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তিনি বলেন, ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয় : তেলবাহী লরি বিস্ফোরণ লরি বিস্ফোরণ তেলবাহী লরি

মন্তব্য করুন