লক্ষ্মীপুরের কমলনগরে আরও এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিআইটিআইডি থেকে পাঠানো ফলাফলে তার করোনা পজিটিভ আসে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের শুক্রবার সকালে এ তথ্য জানান। 

নতুন আত্রান্ত এ রোগী নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। এর আগে এক যুবকসহ আরও সাতজন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, কোনো উপসর্গ না থাকলেও উপজেলার চর লরেন্স এলাকার বাসিন্দা ওই যুবক করোনা পরীক্ষার জন্য নিজ থেকে নমুনা দিয়েছেন। করোনা শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়।

তিনি বলেন, আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হয়েছে।