- সারাদেশ
- না পাকায় রাজশাহীর গুটি আম পাড়া শুরু হয়নি
না পাকায় রাজশাহীর গুটি আম পাড়া শুরু হয়নি

রাজশাহীতে গাছ থেকে পাকা আম নামানো শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল শুক্রবার। তবে এখনও গাছে আম না পাকায় চাষীরা এদিন গাছ থেকে গুটি আম নামানো শুরু করেননি। চাষীরা জানিয়েছেন, ঘনঘন হালকা বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া ও কিছুটা বিলম্বে মুকুল আসায় এবার আম পাকতে কিছুটা সময় বেশি লাগবে। তাই অপরিপক্ক আম তারা নামাচ্ছেন না।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক জানান, ১৫ মের আগে আম নামানো যাবে না বলে সময়সীমা নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী চাষীরা চাইলে আজ থেকে আম নামাতে পারবেন। তাই বলে অপরিপক্ক আম নামানোর বাধ্যবাধকতা নেই। আম পরিপক্ক হলেই চাষীরা নামাতে পারবেন।
তিনি জানান, ১৫ মে কোথাও আম নামানোর তথ্য জেলা কৃষি বিভাগ পায়নি। গুটি আম বাণিজ্যিকভাবে তেমন প্রভাব ফেলে না বলে উল্লেখ করে তিনি বলেন, পারিবারিকভাবে অল্প কিছু আম কেউ কেউ নামাতে পারেন। সে তথ্য আমাদের কাছে নেই।
শামসুল হক আরও জানান, বৃহস্পতিবার রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে আম পাকতে বিলম্ব হয়। তবে এক সপ্তাহের মধ্যেই আম নামানো শুরু হয়ে যাবে।
মন্তব্য করুন