- সারাদেশ
- বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহান ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামের তপু (২১) ও মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের রফিকুল ইসলাম (২৫)।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ এসব তথ্য জানিয়েছেন।
মক্রমপ্রতাপ গ্রামের মো. শাহে আলম জানান, বৃহস্পতিবার রাতে তার ভাতিজা তপু নিজ বাড়িতে মুরগীর খামারে বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করছিলেন। এসময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামে বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম (২৫) মৃত্যুবরণ করেন। তিনি ওই গ্রামের নেয়াজ আলীর ছেলে।
মন্তব্য করুন