- সারাদেশ
- বরিশাল মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু
বরিশাল মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু
-h-samakal-5ebe58126d9b7.jpg)
ফাইল ছবি
করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে।
তারা হচ্ছেন- ভোলার চরফ্যাশন উপজেলার এক তরুণী (২০) ও বরগুনার বামনা উপজেলার ৭২ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হয়েছিলেন। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছিল। তার নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
অপরদিকে চরফ্যাশনের ওই তরুণী করোনার উপসর্গ নিয়ে গত ৯ মে সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু ঘটে। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন করোনা উপসর্গে থাকা দুই রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন