- সারাদেশ
- সাঈদীর যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বাবুল পন্ডিত আর নেই
সাঈদীর যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বাবুল পন্ডিত আর নেই

আ. হালিম খলিফা ওরফে বাবুল পন্ডিত
পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী আ. হালিম খলিফা ওরফে বাবুল পন্ডিত (৬২) আর নেই।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে তার নিজ বাড়িতে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে নলবুনিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমানসহ এলাকাবাসী।
সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের ১৪ নম্বর সাক্ষী ছিলেন পেশায় পল্লী চিকিৎসক বাবুল পন্ডিত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাক্ষী সুরক্ষা বিশেষ আইনে পুলিশের নিরাপত্তায় ছিলেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। পরে আপিলে উচ্চ আদালত সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, তিনদিন আগে অসুস্থ হলে বাবুল পন্ডিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। তাকে শুক্রবার সকালে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন