সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পিকআপ উল্টে এক নারী নিহত হযেছেন।

শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা- রাজশাহী মহাসড়কে উপজেলার দবিরগঞ্জ গ্রামের পাশে মালবাহী ওই পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পিকআপটি ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।