- সারাদেশ
- মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

ফাইল ছবি
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় জাহিদুল ইসলাম টিপু (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জাহিদুল ইসলাম টিপু গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কুমারীডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম টিপু মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। পথে মদনাডাঙ্গা বাজারের কাছে ইটবোঝাই একটি ট্রাক্টর পিছন থেকে মোটারসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন