- সারাদেশ
- বগুড়ায় পুকুরে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু
বগুড়ায় পুকুরে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর খাঁ-পাড়া এলালায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো-ইসলামপুর খাঁ-পাড়া গ্রামের মাহফুজের মেয়ে মোবাশ্বিরা (৪) এবং একই গ্রামের মাসুমের ছেলে নীরব (৫)। মাহফুজ এবং মাসুম উভয়েই আপন ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাই-বোন খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর তিনটার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে গ্রামবাসী তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে থানায় খবর দেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি তিনি অবগত আছেন। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পারিবারিকভাবেই দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন