- সারাদেশ
- পটল ক্ষেতে মিলল নবজাতকের বিচ্ছিন্ন মস্তক
পটল ক্ষেতে মিলল নবজাতকের বিচ্ছিন্ন মস্তক
-samakal-5ebe72d92e003.jpg)
যশোর মনিরামপুরের পল্লীতে শুক্রবার সকালে ফসলের ক্ষেত থেকে পুলিশ এক নবজাতকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে। উপজেলার ঝাপার মোড়লপাড়ার পটল ক্ষেত থেকে নবজাতকের মাথা উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি(সার্বিক) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নবজাতকের পরিচয় পুলিশ উদঘাটন করতে পারেনি।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে মোড়লপাড়ায় পটল ক্ষেতের মধ্যে নবজাতকের বিচ্ছিন্ন মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে
মন্তব্য করুন