চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মো. নঈমুল হক (৩৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মো. নঈমুল হক নগর পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল হিসেবে বন্দর অঞ্চলে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেয়াবাদ গ্রামে। তিনি নগরের আমবাগান এলাকায় থাকতেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শ্বাসকষ্ট ছিল। অন্য কোনো উপসর্গ ছিল কি-না তা জানা যায়নি। যখন তাকে নিয়ে আসা হয় তখন অবস্থা সংকটাপন্ন ছিল। তাই তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেওয়া হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহম্মেদ সমকালকে বলেন, 'অসুস্থ হয়ে পড়ায় প্রথমে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয় কনস্টেবল নঈমুলকে। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নমুনা পরীক্ষার রেজাল্ট এলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।'