লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩টি বিষাক্ত সাপ ও ১টি তক্ষক অবমুক্ত করা হয়েছে। বিভিন্ন সময় লোকালয়ে ধরা পড়া বন্য প্রাণীগুলোকে উদ্ধার করে প্রয়োজনীয় সেবা ও চিকিৎসা শেষে অবমুক্ত করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শুক্রবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি গোখরা সাপ, একটি তক্ষক, একটি ফণিমনসা ও একটি সবুজ বোড়াল সাপ অবমুক্ত করা হয়। 

এ সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান আসিক, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, রেঞ্জ কমকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়ার বিট কমকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব উপস্থিত ছিলেন।