কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে আরো ১০ জনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। 

সিভিল সার্জন অফিস সূত্রে শুক্রবার সকালে জানা গেছে, সর্বশেষ মোট ১৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে মোট ১০ জনের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দুইশ’ ছাড়ালো। এর আগে কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৯৪ জন। নতুন করে আরো ১০ জন শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।

এদিকে নতুন করে জেলায় আরো ৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। জেলায় মোট ১৭৬ জন সুস্থ হয়েছেন। যা মোট আক্রান্তের ৮৪ শতাংশের কিছু বেশি। বর্তমানে ৩৫ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান, কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ ১৩১ জনের নমুনার মধ্যে ১২১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ১০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে একজন কিশোরগঞ্জ সদর উপজেলার, একজন করিমগঞ্জ উপজেলার, একজন বাজিতপুর উপজেলার এবং ৭ জন ভৈরব উপজেলার। ফলে কিশোরগঞ্জ জেলায় বর্তমানে ২০৯ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। তারা হলেন- করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬), কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার টেনু সাহার গলি এলাকার নিতাই (৬০), হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা গ্রামের মোস্তফা মিয়া (৬০) এবং কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের তরুণ ভূইয়া (৪০)।