- সারাদেশ
- ফরিদগঞ্জে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়িরও মৃত্যু
ফরিদগঞ্জে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়িরও মৃত্যু

ফাইল ছবি
ফরিদগঞ্জে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে আহত শাশুড়ি পারভিন আক্তারও মারা গেছেন।
শুক্রবার ভোরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন পারভিনের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।
জানা যায়, বুধবার ইফতারের কিছু সময় পূর্বে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় শ্বশুরবাড়ি এসে আল মামুন নামে এক যুবক ছুরিকাঘাতে স্ত্রী তানজিনা আক্তার রিতুকে হত্যা করেন। এসময় রিতুকে বাঁচাতে তার মা ও ভাই এগিয়ে আসলে তাদেরও ছুরিকাঘাত করেন তিনি।পরে এলাকাবাসী মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া বলেন,সংবাদ পেয়ে মরদেহ প্রথমে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
এব্যাপারে ওই দিনই হত্যা মামলা হয়েছে বলে জানান, ওসি আব্দুর রকিব।
মন্তব্য করুন