চাঁপইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর এক মাদ্রাসাছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজিম উদ্দীন (১৫)উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে ওই এলাকার একটি মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইকবাল হোছাইন জানান, নাজিম গত ১১ মে নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই

গ্রামের ঘোড়ামারা মাঠের একটি আম বাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, মৃতদেহের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  করা হয়েছে।

১১ মে নাজিম উদ্দীন তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় তার বাবা সফিকুল ইসলাম ১৩ মে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।