- সারাদেশ
- মাতারবাড়ী-ধলাঘাটার দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ
মাতারবাড়ী-ধলাঘাটার দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ছবি: সমকাল
মাতারবাড়ী ১২০০ ওয়াট ইউ,এস,সি, কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী ঠিকাদার ও উপ-ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহের বিশেষ উদ্যোগে, মাতারবাড়ী ও ধলঘাটা এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের কাছে ১৫ মে সকাল ১১টায় মাতারবাড়ী ও ধলঘাটার দরিদ্র মানুষের জন্য ২০ মেট্রিক টন চাল হস্তান্তর করেন ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর পক্ষে সুমিতমো কর্পোরেশনের প্রকল্প পরিচালক ইসাও নাকামুরা (জাপান)।
ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর পক্ষ হতে সুমিতমো কর্পোরেশনের প্রকল্প পরিচালক মিঃ ইসাও নাকামুরা (জাপান) বলেন, চলমান করোনা পরিস্থিতিতে মাতারবাড়ীর দরিদ্র মানুষের জন্য প্রথম ধাপে ২০ মেঃ টঃ চাল বিতরণ করা হয়। মে মাসের শেষের দিকে ধলঘাটার দরিদ্র মানুষের জন্য আরেও ২০ মেঃ টঃ চাল বরাদ্ধ দেওয়া হবে। ঠিকাদার কোম্পানী সমূহ সংসদ সদস্যের মাধ্যমে প্রদানকৃত ত্রাণ সঠিকভাবে বিতরণ হবে বলে আশা রাখেন তিনি এবং ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ পরিস্থিতিতে সাধ্যমত এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ প্রদানকারী বৈদেশিক প্রতিষ্ঠান গুলো হচ্ছে সুমিতমো কর্পোরেশন, পেন্টা ওশেন কর্পোরেশন, আই এইচ আই, তোশিবা, পোস্কো ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন। চলমান ও ক্রমবর্ধমান মহামারি পরিস্থিতিতে প্রতিষ্ঠানসমূহ কয়েকটি ধাপে ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কক্সবাজার-০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, কোল পাওয়ারের ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহ মাতারবাড়ীর জন্য ২০ মেট্রিক টন চাল হস্তান্তর করেন। হস্তান্তরের পর এসব ত্রাণ সমূহ মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ অফিস এবং মাতারবাড়ী হাইস্কুল মাঠে দরিদ্র মানুষের জন্য বিতরণ করা হয়।
চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা বিবেচনা তরে এই ত্রাণ হস্তান্তর ও বিতরণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন