কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে এখন প্রায় আড়াইশ’ ছুঁই ছুঁই। শুক্রবার জেলায় নতুন করে আরও ২৮ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

এদের মধ্যে নগরীতে ৩ জন এবং জেলার রেড জোন খ্যাত দেবিদ্বার উপজেলায় স্বামী-স্ত্রী এবং একই পরিবারের ৫জনসহ ২৫ জন। তাদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকও রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের বেড়ে দাঁড়ালো ২৪৮ জনে। 

শুক্রবার দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। তিনি বলেন, এ পর্যন্ত জেলা থেকে সংগ্রহকৃত ৪ হাজার ৪৪৭ জনের নমুনা পাঠানোর পর ৪ হাজার ১৭৬ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মোট পজিটিভ ফলাফল এসেছে ২৪৮ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এদিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ কবীর জানান, উপজেলায় আক্রান্তের হার আশংকাজনক হারে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে শতাধিক অতিক্রম করেছে। 

তিনি বলেন, শুক্রবার হাতে পাওয়া এ উপজেলার ৫৭ টি রিপোটের মধ্যে ২৫ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এদের মধ্যে রেড জোন খ্যাত উপজেলার নবীয়াবাদ গ্রামের রয়েছেন ১০ জন। এছাড়াও উপজেলা সদরের গোমতী আবসিক এলাকায় একই পরিবারের ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের কাঁন্তিধারা বাড়িতে ষাটোর্ধ্ব স্বামী-স্ত্রী, দেবিদ্বার থানায় ২ জন এবং বারেরা, বড় আলমপুর,ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামে একজন করে করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। আরও পজিটিভ তালিকায় রয়েছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০২ জনে। এদের মধ্যে ইতোমধ্যে ব্যবসায়ী, হোমিও ডাক্তার ও নারীসহ মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯১ জন।