- সারাদেশ
- কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪৮
কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪৮

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে এখন প্রায় আড়াইশ’ ছুঁই ছুঁই। শুক্রবার জেলায় নতুন করে আরও ২৮ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে নগরীতে ৩ জন এবং জেলার রেড জোন খ্যাত দেবিদ্বার উপজেলায় স্বামী-স্ত্রী এবং একই পরিবারের ৫জনসহ ২৫ জন। তাদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকও রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের বেড়ে দাঁড়ালো ২৪৮ জনে।
শুক্রবার দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। তিনি বলেন, এ পর্যন্ত জেলা থেকে সংগ্রহকৃত ৪ হাজার ৪৪৭ জনের নমুনা পাঠানোর পর ৪ হাজার ১৭৬ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মোট পজিটিভ ফলাফল এসেছে ২৪৮ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
এদিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ কবীর জানান, উপজেলায় আক্রান্তের হার আশংকাজনক হারে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে শতাধিক অতিক্রম করেছে।
তিনি বলেন, শুক্রবার হাতে পাওয়া এ উপজেলার ৫৭ টি রিপোটের মধ্যে ২৫ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এদের মধ্যে রেড জোন খ্যাত উপজেলার নবীয়াবাদ গ্রামের রয়েছেন ১০ জন। এছাড়াও উপজেলা সদরের গোমতী আবসিক এলাকায় একই পরিবারের ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের কাঁন্তিধারা বাড়িতে ষাটোর্ধ্ব স্বামী-স্ত্রী, দেবিদ্বার থানায় ২ জন এবং বারেরা, বড় আলমপুর,ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামে একজন করে করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। আরও পজিটিভ তালিকায় রয়েছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০২ জনে। এদের মধ্যে ইতোমধ্যে ব্যবসায়ী, হোমিও ডাক্তার ও নারীসহ মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯১ জন।
মন্তব্য করুন