বাজার থেকে কিনতে গেলে পণ্যগুলোর দাম পড়বে ৬৪১ টাকা। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে 'টাইম টু গিভ' নামের একটি সংগঠন ভর্তুকি দিয়ে সেইসব পণ্য ৪৬০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২৮ রমজান পর্যন্ত। স্বল্প পরিসরে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ওই ওয়ার্ডের ১ হাজার ৭০০ মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহী ক্রেতাদের জন্য একটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বরে যোগাযোগ করলে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতার বাড়িতে পণ্য পৌঁছে দেওয়া হবে।

নাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, 'প্রতি ক্রেতা ১৮১ টাকা ভর্তুকি পাবেন। প্যাকেজে ২ কেজি পোলাউয়ের চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম ফ্রেস ফুল ক্রিম মিল্ক পাউডার,  ১০টি ডিম, ১ প্যাকেট লাচ্ছাসেমাই ও ২ প্যাকেট কুলসুন টিকন সেমাই থাকবে। আগ্রহী ক্রেতারা হটলাইন ০১৭৮০-৩৪৪৮৪২ নম্বরে ফোন করে অর্ডার করলে পরবর্তী ২৪ বা ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে।'       

টাইম টু গিভ-এর মুখপাত্র আহমেদ জিদান বলেন, আমরা করোনা পরিস্থিতির শুরু থেকে স্যানিটাইজার তৈরি করে বিতরণ, টেলি মেডিসিন সেবা, করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন-সৎকার, দুস্থ মানুষের মধ্যে খাদ্যসমাগ্রী বিতরণ করে আসছি। এখন ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী বিক্রির প্রকল্পটি শুরু করেছি। ভতুর্কির অর্থ আমাদের সদস্যরা বহন করবেন।'