- সারাদেশ
- নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

প্রতীকী ছবি
করোনার ‘হটস্পট’ খ্যাত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৬০ জন আক্রান্তসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন একজনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০। নতুন ১৪৪ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৪২ জন।
এদিকে গত ১০ মে থেকে সরকারি নির্দেশে কথিত স্বাস্থ্য বিধি মেনে মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং ফুটপাতে হকার বসায় আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে জেলার স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।
এর আগে গত ২৫ এপ্রিল থেকে তৈরি পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ায় নারায়ণগঞ্জ গত মাসের শেষ দিক থেকেই ঝুঁকিতে রয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে শ্রমিককের উপস্থিতি বাড়ছে। হাসপাতালটি ইতোমধ্যেই করোনা চিকিৎসার জন্য রূপান্তরিত করা হয়েছে। এ ছাড়া এ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবও স্থাপন করা হয়েছে। এই ল্যাবে এখন নারায়ণগঞ্জের রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
একদিকে জেলার পাঁচ শতাধিক তৈরি পোশাক কারখানা সচল, অপর দিকে ঈদ বাজারের নামে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মেনেই কেনা-কাটা করতে সাধারণ মানুষের মার্কেটগুলোতে ভিড় করায় ঈদের পর জেলার করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
ঈদ উপলক্ষে স্বাস্থ্য বিধি না মেনে চলায় নগরের ৩টি মার্কেট সাময়িক বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আশ্বাস দিলে আবারও সেগুলো খোলার অনুমতি দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, নগরের কোন মার্কেটেই দুই দোকানের মধ্যখানে চলাচলের জন্য খুব বেশি জায়গা নেই। তাই বেশি ক্রেতা একসঙ্গে মার্কেটে প্রবেশ করলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে মার্কেট পরিচালনার জন্য বলেছি। যারা এটি করতে পারবে না তাদের মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার কোন বিকল্প নেই। তা না হলে জেলায় করোনা মহামারি আকার ধারণ করবে।
মন্তব্য করুন