- সারাদেশ
- সিংড়ায় পানিতে ডুবে একই পরিবারের দুইজনসহ ৩ শিশুর মৃত্যু
সিংড়ায় পানিতে ডুবে একই পরিবারের দুইজনসহ ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
নাটোরের সিংড়ার বনকুড়ি গ্রামে পানিতে ডুবে আরাফাত (৫) ও নুরনবী (৪) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর চার ঘন্টার ব্যবধানে কলম ইউনিয়নের বলিয়াবাড়ি গ্রামে মুস্তাকিন (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের দুর্গম বুনকুড়ি গ্রামে আরাফাত ও নুরনবীর মৃত্যুর পর সন্ধ্য ৬টার দিকে কলমের বলিয়াবাড়ি গ্রামে পানিতে ডুবে অপর শিশু মুস্তাকিনের মৃত্যু হয়।
বাদ জুম্মা উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি খাসপাড়া গ্রামের জনৈক লালচান আলীর বাড়ির পার্শ্বের একটি পুকুরের পানিতে ডুবে শিশু আরাফাত ও নুরনবীর মৃত্যু হয়। মৃত ওই দুই শিশু পরস্পর একে অপরের মামাতো-ফুফাতো ভাই। নিহত আরাফাত বনকুড়ি গ্রামের আলী আকবরের ছেলে এবংনুর নবী একই গ্রামের আমিনুলের ছেলে। এলাকাবাসী জানায় তারা দু’ভাই স্থানীয় ব্র্যাক স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।
ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিল্টন আহমেদ মিঠু জানান, শুক্রবার দুপুরে শিশু দুটি সকলের অজান্তে খেলার সময় জনৈক লালচান আলীর বাড়ির পার্শ্বের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করে কোথাও তাদের পায় না। পরে স্থানীয়রা পুকুরে তাদের দুজনের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার। তিনি আরও জানান, নিহত দুই শিশুর বাবা আলী আকবর ও আমিরুল ইসলাম হত দরিদ্র কৃষক। তারা উভয়েই করোনা দুর্যোগে এই সময় ঢাকার মানিকগঞ্জে ধান কাটার কাজে গেছেন।
ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম জানান, ঘটনাটি খুবই বেদনাদায়ক। আমরা মর্মাহত, ওই পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এদিকে কলম ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, বলিয়াবাড়ি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মুস্তাকিন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় পড়ে মারা যায়।
সিংড়া থানার ওসি নুর-এ আলম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন