- সারাদেশ
- ইফতার বিতরণের মাধ্যমে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী’ সংগঠনের আত্মপ্রকাশ
ইফতার বিতরণের মাধ্যমে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী’ সংগঠনের আত্মপ্রকাশ

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে নবগঠিত ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’। শুক্রবার ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে ইফতার বিতরণের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। ইফতার বিতরণে সহযোগিতা করে স্থানীয় শিক্ষার্থীদের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন।
অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জাহিদুর রহমান ইমন বলেছেন, কুল্লাব গ্রামের শিক্ষিত তরুণদের নিয়ে এ সংগঠন গড়ে উঠেছে। পিছিয়ে পড়া, দরিদ্র ও অবহেলিত মানুষের সেবায় তারা সংগঠিত হয়েছেন। অরাজনৈতিক সংগঠন হিসেবে সমাজ সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সভাপতি সাকিব হাসান, অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি নাহিদুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ফরিদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন