- সারাদেশ
- সিলেটে আরও ৬১ জনের করোনা শনাক্ত
সিলেটে আরও ৬১ জনের করোনা শনাক্ত
-samakal-5ec6ca511de5e.jpg)
সিলেট বিভাগের চার জেলায় আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা ও সিলেটের তিনটি পৃথক ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। এতে সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জন। এদের মধ্যে ১১ জন মারা গেছেন ও ১৪৫ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ২২ জন ও হবিগঞ্জে ২১ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেটে সর্বোচ্চ মোট ২৩৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। এছাড়া সুনামগঞ্জে ৮৮ জন, মৌলভীবাজারে ৮৩ জন ও হবিগঞ্জে ১৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১২ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে বলে জানান ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, এদিন মোট ১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসলেও একজন পুরাতন রোগী রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে দ্বিতীয় দিন সুনামগঞ্জের ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। এদের মধ্যে একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।
শাবির একজন ছাড়াও ঢাকায় পাঠানো নমুনার মধ্যে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ ও হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার ঢাকা থেকে তাদের জেলায় নতুন শনাক্তদের তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন