- সারাদেশ
- মুরাদনগরে এক গ্রামেই ৩৪ জনের করোনা শনাক্ত
মুরাদনগরে এক গ্রামেই ৩৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লার মুরাদনগরে এক গ্রামেই ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে এবং মোট মৃতের সংখ্যা ৩।
বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল আলম এসব তথ্য জানান।
বৃহস্পতিবার পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত ফলাফলে নতুন করে একই গ্রামের ৫ জনসহ ৯ জনের করোনা শনাক্ত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২১ মে পর্যন্ত মোট ৬৩০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৫৮১ জন। প্রাপ্ত রির্পোটে মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। মোট মৃত্যু ৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ৪ জন।
এর আগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে ১২ জন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তরত্রিশ গ্রামের ২৯ জন, রহিমপুর গ্রামের ১ জন, নবীপুর গ্রামের ১ জন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে ৫ জন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন একইউপি সদস্যসহ ২ জন, মুরাদনগর সদর ইউনিয়নের মোহনা আবাসিক এলাকায় ১জন, একই ইউনিয়নের নাগেরকান্দি গ্রামে ৪ জন, ধামঘর ইউনিয়নের ১ জনের করোনা শনাক্ত হয়।
মন্তব্য করুন