- সারাদেশ
- দেবীদ্বারে করোনায় নতুন আক্রান্ত ১২, সুস্থ আরও ১০ জন
দেবীদ্বারে করোনায় নতুন আক্রান্ত ১২, সুস্থ আরও ১০ জন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় করোনা জয় করে বাড়ি ফিরেছেন আট পুলিশ সদস্যসহ আরও ১০ জন। এ নিয়ে উপজেলায় মোট সুস্থ হলেন ১২ জন। এদিকে একই দিনে নতুন আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো মোট ১২১। এদের মধ্যে মারা গেছেন ৯ জন।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরপর দুইবার নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বৃহস্পতিবার ১০ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করা হয়। এর মধ্যে দেবীদ্বারের ৮ পুলিশ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এক নারী রয়েছেন। তিনি সম্প্রতি করোনায় মৃত শাহজালাল মেম্বারের পুত্রবধূ। অন্যজন করোনায় মৃত ডা. সুকুমার দের পরিবারের সদস্য।
এদিকে আরটিপিসিআর ল্যাব থেকে বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্যে ৫৬ জনের রিপোর্টের মধ্যে ১২ জন পজিটিভ। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৩ জন নারী। এরা হলেন- রামপুর গ্রামের ৩ জন, বল্লভপুর গ্রামের ২ জন, বড়শালঘর গ্রামের ১ জন, ভিংলাবাড়ি গ্রামের ১ জন, বড়আলমপুর গ্রামের ১ জন, বারেরা গ্রামের ১ জন, বানিয়াপাড়ার ১ জন, দেবীদ্বার পাঠানবাড়ির ১ জন এবং দেবীদ্বার চেয়ারম্যান বাড়ির ১ জন। এদের মধ্যে বেশ কয়েকজন আগে আক্রান্ত রোগীর পরিবারের সদস্য। বানিয়াপাড়ার আক্রান্ত পুরুষ রোগীকে (৬০) বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, উপজেলায় করোনা আক্রান্ত মোট ১২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ১০ জনকে বৃহস্পতিবার সুস্থ ঘোষণা করা হয়। দু’জন আগেই সুস্থ্য হয়েছেন। এখনও ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৪ জন, ঢাকায় ২ জন, কুমিল্লা সিএমএইচে ১ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৯৩ জন।
মন্তব্য করুন