- সারাদেশ
- দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার দক্ষতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: তাজুল
দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার দক্ষতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: তাজুল

দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দক্ষতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলায় ৬ হাজার ৯শ' জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ টাকা, ২৬ হাজার শাড়ি ও লুঙ্গি এবং যাকাতের নগদ ১৩ লাখ টাকা বিতরণ করা হয়।
এমপি তাজুল বলেন, করোনা দুর্যোগে মানুষের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যায়নি, ৬ কোটির বেশি মানুষ সরকারের ত্রাণ ও সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আছে। পাশাপাশি আরও এক কোটির বেশি মানুষকে ত্রাণ দিয়েছে আওয়ামী লীগ। সব দলের মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে, যারা অন্য দল করে তারাও আছেন তালিকায়। ৫০ লাখ পরিবারকে এককালীন আড়াই হাজার নগদ টাকা মোবাইল নম্বরের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের আগাম পদক্ষেপের কারণে ক্ষতির পরিমাণ কম হয়েছে।
তিনি আরও বলেন, করোনা সংকটের শুরু থেকেই শেখ হাসিনা কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এ কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখন এই রোগের সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে রয়েছে। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে।
পরে দুপুর ২টার দিকে পাহারিয়াকান্দি এইচকে আসমাতুনেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান গাজিউর রহমানের ব্যক্তিগত অর্থায়নে সাড়ে ৩ হাজার হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবি তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন