- সারাদেশ
- বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে সাবেক এমপি পুুতুলের দাফন সম্পন্ন
বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে সাবেক এমপি পুুতুলের দাফন সম্পন্ন

সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুলের মরদেহ শুক্রবার বাদ জুমা শহরের নামাজ গোরস্থানে দাফন করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।
এদিকে তার বাড়ি লকডাউনের পাশাপাশি পরিবারের ৪ সদস্যকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন জানান, যেহেতু করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সে জন্য তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার কথা বলা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এসএস বদিজ্জামান জানান, বাদ জুমা স্বাস্থ্যবিধি মেনে সাবেক সাংসদ পুতুলের মরহেদ দাফন করা হয়েছে। সেই বাড়ি লকডাউন ও পরিবারের সদস্যদের হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে।
কামরুন্নাহার পুতুল প্রয়াত সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার পারিবারিক সূত্র জানায়, তার ছেলে রাহিদ মোস্তাফিজ অসুস্থ্য থাকায় চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা শেষে ৭/৮ দিন আগে বগুড়া শহরের শিববাটির বাসায় ফেরেন। তার বড় মেয়ে তানিয়া মোস্তাফিজ রাম্মী সৌদিতে থাকেন। ছোট মেয়ে আনিকা মোস্তাফিজ রুম্মা থাকেন স্বামীর সঙ্গে বগুড়া সেনানিবাসে। ছেলে রাহিদ থাকেন তার সঙ্গে। রাহিদ ও রাহিদের স্ত্রী এবং তাদের ২ সন্তানকে হোম কোয়ারাইন্টানে রাখা হয়েছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হন। তার স্বামী মোস্তফিজার রহমান পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. শামির হোসেন মিশু বলেন, ‘তার সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিনদিন আগে আমরা তার নমুনা সংগ্রহ করি। তার নমুনার রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহভাজন হিসেবেই তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জেলা আওয়ামী লীগের পক্ষ হতে এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন