আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে থাকা নাদেল নিজেই এতথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, জ্বর অনুভব করায় বুধবার তিনি নিজেই নমুনা পরীক্ষার উদ্যোগ নেন। এখন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বুধবার আওয়ামী লীগ নেতা নাদেলের নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

করোনাকালীন পরিস্থিতিতে সিলেট নগরী ও মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও হতদরিদ্রদের সহায়তায় সক্রিয় হন নাদেল। পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালুর উদ্যোগ নেন।

বিভিন্ন জায়গায় ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি কোনোভাবে করোনা আক্রান্ত হতে পারেন বলে ঘনিষ্টজনেরা ধারণা করছেন।