- সারাদেশ
- ‘আমাদের নিজস্ব অ্যাপ ঘুচিয়ে দেবে সকল গ্যাপ’
‘আমাদের নিজস্ব অ্যাপ ঘুচিয়ে দেবে সকল গ্যাপ’

অ্যাপটির উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ -সমকাল
‘আমাদের নিজস্ব অ্যাপ ঘুচিয়ে দেবে সকল গ্যাপ ’ শীর্ষক স্লোগান নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ‘‘ সিরাজগঞ্জ -৩’’ নামের অ্যাপের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই অ্যাপের উদ্বোধন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এ সময় অন্যানের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, এমপির সহধর্মীনি ডাঃ হাফিজা সুলতানা, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ , আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মাসুদ, আসাব আলী কিরণ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক জানান, মূলত সময়ের প্রয়োজনে চলনবিল অধূষ্যিত খাদ্য শষ্য ভান্ডার খ্যাত ও প্রাচীন ইতিহাস ঐতিহ্যের পাদপীঠ তাড়াশ ও রায়গঞ্জের মানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষা, যাতায়াত, ব্যবসা বাণিজ্য প্রসারে ‘‘ সিরাজগঞ্জ -৩ ’’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে তাড়াশ-রায়গঞ্জ এলাকার মানুষ উপকৃত হবেন।
জানা গেছে, দেশ ও বিশ্ব সিরাজগঞ্জ -৩ আসনকে ওই অ্যাপের মাধ্যমে তার স্বকীয়তা খুঁজে পাবে এমনটি প্রত্যাশা নিয়ে অ্যাপটি সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্যের নিজ উদ্যোগে তৈরি করা হয়। এতে সহযোগীতা করেন বুয়েট প্রকৌশলী তাড়াশের সন্তান আব্দুল মজিদ ও ব্যাবসায়ী সাইফুল ইসলাম।
সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ বলেন, মুজিব শতবর্ষে সংসদীয় আসন ৬৪ সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সকল মানুষের জন্য ‘সিরাজগঞ্জ -৩’ নামের নতুন অ্যাপ একটি উপহার। তাড়াশ –রায়গঞ্জের উন্নয়ন অগ্রগতি ব্যাবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে অ্যাপটি ভূমিকা রাখবে।
মন্তব্য করুন