কুড়িগ্রামে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার  রংপুর মেডিকেল কলেজে স্হাপিত পরীক্ষাগার থেকে দু'দফায় ১৩৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে।

তারমধ্যে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস গ্রামের ২৩ বছর বয়সী এক যুবকের নমুনা পরীক্ষায় পজিটিভ আছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, ওই যুবক গত শুক্রবার  নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে। এরপর গত সোমবার  তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ফলাফল পজিটিভ আসে।

এনিয়ে জেলায় মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ১০ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে শুক্রবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ২৬২ জন। মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৮০৭ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।  

এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ১ হাজার ৪০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্হাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ১৫৭ জনের। তারমধ্যে ৬১ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে ১৭ জন সুস্হ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।