কুড়িগ্রামের উলিপুরে নতুন করে একজনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ ফিরেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এই ব্যক্তি  (২৩) ১৫ মে বাড়িতে আসেন। এরপর করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দিলে ১৮ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর হাসপাতালে পাঠায়।  শুক্রবার পাওয়া ফলাফলে তার শরীরে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ে।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, শুক্রবার রাতেই আমরা  আক্রান্তদের বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন ঘোষণা করেছি এবং আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।