সিলেট বিভাগের চার জেলায় আরও ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৬ জন ও সুনামগঞ্জে ৬ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৬৩৫ জন।

শনিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। 

ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার তাদের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৫ জন, সদরের ৬ জন, জকিগঞ্জের ৩ জন, বিশ্বনাথের ২ জন এবং জৈন্তাপুর ও দক্ষিণ সুরমার ১ জন করে রয়েছেন। 

এ দিকে নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনও রয়েছেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. জাহিদুল ইসলাম জানান, মেয়র ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ করপোরেশনের ১০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। এদের মধ্যে মেয়রের ব্যক্তিগত সহকারীর রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

শনিবার শাবির ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়; যাদের মধ্যে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়। এদের সবাই সুনামগঞ্জের বাসিন্দা। 

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, ঢাকায় পাঠানো নমুনা রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে শ্রীমঙ্গলের ৪ জন এবং জুড়ি ও বড়লেখার ১ জন করে আক্রান্ত রয়েছেন। 

শনিবার হবিগঞ্জে নতুন করে শনাক্ত হওয়া তিনজনের রিপোর্টও ঢাকা থেকে এসেছে। এদের নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৯ জন। এছাড়া মৌলভীবাজারে ৮৯ জন ও সুনামগঞ্জে ৯৫ জন শনাক্ত হয়েছে।

এই বিভাগের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯২ জন শনাক্ত হয়েছে। আক্রান্তের মত মৃত্যুর ক্ষেত্রেও এগিয়ে রয়েছে সিলেট। এখন পর্যন্ত সিলেটে ৯ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন করোনায় মারা গেছেন।