ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী একদিনে ৫ জন নারী, একজন শিশু ও ৪ জন পুরুষের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, পীরগঞ্জে ১ জন ও বালিয়াডাঙ্গীতে ৬ জন।

সদর উপজেলার মধ্যে হরিহরপুরে স্বামী-স্ত্রী ২ জন ও দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামে একজন পুরুষের করোনা শনাক্ত হয়। পীরগঞ্জের জাবরহাটের বড়বাড়িতে এক নারী এবং বালিয়াডাঙ্গীর স্কুলেরহাটে এক শিশু, বড়বাড়িতে একজন পুরুষ, খালিপুরে এক নারী, রায়মহলে এক পুরুষ, কাজিবস্তীতে এক পুরুষ ও এক নারীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ১০ জন ঢাকা ও গাজীপুর থেকে ফিরেছেন। তাদের বেশির ভাগ গার্মেন্টস কর্মী।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। 

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, শনিবার ৩৬ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়। এ পর্যন্ত পাঠানো হলো ১২৬৫ জনের নমুনা। শুক্রবার পর্যন্ত ১১৩৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। মৃত্যু নেই এবং ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।