কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ কর্মকর্তাসহ নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. মীর হোসেন মিঠু।

তিনি জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। ৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মো. সাজ্জাদ হোসেনও রয়েছেন।

বুড়িচং উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ সচেতনায় সকলের প্রতি ব্যাপক নজর রেখেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।