- সারাদেশ
- আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪
আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪

বিস্ফোরণের পর উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি চায়ের দোকানের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দোকানদারসহ চারজন দগ্ধ হয়েছেন।
রোববার সকাল ১১টায় উপজেলার সদর বাজারের হরমুজ আলীর চায়ের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) এবং রমজানের ছেলে ইব্রাহীম (২৬)।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান হোসেন জানান, ঘটনার সময় প্রথমে গ্যাসের মধ্যে কেউ সিগারেট খেয়ে ফেলেছেন। আগেই সেপটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। পরে সেই গ্যাসের সঙ্গে সিগারেটের আগুনে বিস্ফোরণ হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ইউএনও মো. সোহাগ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, পৌর মেয়র সুন্দর আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন