সিলেট বিভাগের চার জেলায় ঈদের দিনে ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ ১৯ জন আক্রান্ত সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ৮ জন করে এবং হবিগঞ্জের ৫ জন নতুন আক্রান্ত রয়েছেন।

সিলেটে সোমবার ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এবং ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এদিন সিলেট জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

এদিন শাবির পিসিআর ল্যাবে সুনামগঞ্জ জেলার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, সোমবার ঢাকা থেকে নতুন ৮ জনসহ ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য রয়েছেন।

এদিকে ঢাকায় পাঠানো নমুনার মধ্যে সোমবার ৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান।