ঈদের দিন বগুড়ায় নতুন করে দুই চিকিৎসকসহ ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের বয়স ২৪ থেকে ৬৭ বছরের মধ্যে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার আক্রান্ত ৮ জনকে নিয়ে জেলায় মোট ১৭৯ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হলেও একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন। আগের দিন রোববার জেলায় তিনজনের করোনায় শনাক্তের কথা জানিয়েছিল বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তর।

সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৭৬টি নমুনা বগুড়ার আর বাকি ২৩টি ছিল জয়পুরহাটের।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন জানান, সোমবার করোনা পজিটিভ দুই চিকিৎসকের একজনের বাড়ি বগুড়া শহরের উপশহর এলাকায়। অপরজন নন্দীগ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। আক্রান্ত অপর ৬ জনের মধ্যে শহরের নাটাইপাড়া এলাকার দু’জন, সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার একজন, সোনাতলা উপজেলার পাকুল্লা এবং আগুনিয়াতাইড় এলাকার ২ জন এবং সারিয়াকান্দি উপজেলার একজন রয়েছেন।

ডা. মোস্তাফিজার রহমান তুহিন বলেন, ‘প্রাথমিকভাবে আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’